Select Page

একটা সময় নিয়মিত কবিতা পড়তাম-শুনতাম। সেই কলেজ লাইফের কথা। চোখে কতইনা রঙিন স্বপ্ন ছিল সেসময়। তারপর অনেকদিন চলে গেছে । সময়ের সাথে পাল্লা দিয়ে জীবনের অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। জীবন এখন অনেকটাই বাস্তবিক, যান্ত্রিক বললেও খুব একটা ভূল বলা হয় না । সাহিত্য চর্চা এখন অনেকটাই বিলাসিতার পর্যায়ে পৗেছে গেছে বলা চলে। টেকনোলজি সব সময় জুড়ে নিয়েছে। অবসর বলে আর তেমন কিছু নেই । যা হোক, এক জন্মে কত কিছুই করি আমরা । জীবন বড়ই বিচিত্র। এই এতদিন পর এসে হঠাৎ আবার সাহিত্যচর্চার জন্য মনস্থির করার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় তারাপদ রায় এর একটা কবিতা মাথায় আসল ।

এক জন্ম

~‍ তারাপদ রায়

অনেকদিন দেখা হবে না
তারপর একদিন দেখা হবে।
দুজনেই দুজনকে বলবো,
‘অনেকদিন দেখা হয় নি’।
এইভাবে যাবে দিনের পর দিন
বত্সরের পর বত্সর।
তারপর একদিন হয়ত জানা যাবে
বা হয়ত জানা যাবে না,
যে তোমার সঙ্গে আমার
অথবা আমার সঙ্গে তোমার
আর দেখা হবে না।

 

আগের মতো হয়তো এত সময় বের করা সম্ভব হয়ে উঠবে না । তবে চেষ্টা করে দেখতে তো ক্ষতি নাই। নিয়মিত কিছু সময় বের করার চেষ্টা করব।

সময়ঃ রাত-১২:৩৮মিনিট
Dayton, Ohio
United States of America