একটা বয়সের পর প্রেম ভালোবাসা বিষয়টা অনেক কঠিন হয়ে যায়।
শুধু সুন্দর চেহারা দেখে কারো প্রতি হুট করে ভালোবাসা চলে আসেনা। তখন কাউকে পছন্দ হওয়ার আগে একশোটা ফ্যাক্টর মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে।
এখন আপনার মানুষের চেয়ে ফুল লতাপাতা বেশি ভালো লাগে।কারো সাথে দুই ঘন্টার কফি ডেটে যাওয়ার চেয়ে কম্বলের নিচে গুটিশুটি মেরে পড়ে থাকতে বেশি ভালো লাগে।
এই বয়সে বোধহয় শুধু একটা কমফোর্ট জোন খোঁজে মানুষ।যেখানে গিয়ে হাঁফ ছেড়ে বাঁচা যায়।উষ্কখুষ্ক চুল, পুরোনো জামা,সদ্য ঘুম থেকে উঠে ফুলকো লুচির মত চেহারাটা নিয়ে যার সামনে নির্দ্বিধায় গিয়ে দাড়িয়ে পড়া যায়।
যার কাঁধে মাথা রাখলে সারাদিনের ক্লান্তি ফুরিয়ে যায়।
হয়তো এরকম একটা কিছুর প্রেমে পড়ে মানুষ এই বয়সে।
March 24,2024
Dayton, OH